চার্জের নিত্যতা সূত্র

চার্জের নিত্যতা সূত্র

প্রত্যেক ক্ষেত্রেই ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। ঘর্ষণ শুধুমাত্র এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রনের স্থানান্তর ঘটায়, কিন্তু উভয় বস্তুর মোট ইলেকট্রন ও প্রোটন সংখ্যার যোগফল একই থাকে। কোন ইলেকট্রন বা প্রোটন সৃষ্টি বা ধ্বংস হয় না। যেমন- কাঁচ দন্ডকে রেশম কাপড় দ্বারা ঘর্ষণ করলে দন্ড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন রেশম কাপড়ে চলে যায়। ফলে কাঁচ দন্ডে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা অপেক্ষা বেশি। এ কারণে কাচ দন্ড ধনাত্মক চার্জযুক্ত ও রেশমের কাপড় সম পরিমাণে ঋণাত্মক চার্জযুক্ত হয়। কিন্তু উভয় বস্তু মিলিয়ে মোট প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা একই থাকে। ঘর্ষণ ফলে নতুন কোন চার্জ উৎপন্ন হয় না কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে চার্জের স্থানান্তর ঘটে। অর্থাৎ যেকোনো অন্তরিত প্রক্রিয়ায় নীট চার্জ ধ্রুব থাকবে। একেই নিত্যতা সূত্র বলা হয়।

Similar Posts