গলজি বস্তুর কাজ
- হরমোনসহ বিভিন্ন বিপাকীয় দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ করে।
- কোষপ্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনে সহায়তা করে।
- লাইসোজোম গঠন করে।
- শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনে গলজি বস্তু সহায়তা করে।
- প্রোটিন ও ভিটামিন-সি সঞ্চয় করে।
- মাইটোকন্ড্রিয়ার ATP সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপন্ন করে।
- কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি করে।
- বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশ গ্রহণ করে।