সিয়াল স্তর কাকে বলে?
সিয়াল স্তর কাকে বলে?
ভূত্বকের উপরি অংশে লঘু গ্রানাইট আম্লিক শিলা গঠিত স্তরকে সিয়াল স্তর বলে।
সিলিকন (Si), অ্যালুমিনিয়াম (Al) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিয়াল (Sial)।
সিয়ার স্তরটি মহাদেশের নিচে গড়ে 60 কি.মি গভীরতা পর্যন্ত বিস্তৃত। সিয়াল স্তরের আপেক্ষিক গুরুত্ব 2.7 – 2.9 গ্রাম/ঘন.সে.মি।
সিয়াল মহাদেশীয় শিলার অন্তর্গত।
কনরাড বিযুক্তি রেখার উপরে সিয়াল অবস্থিত।