এক বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে?

এক বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে?

বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমান বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।

সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশ 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারদস্তম্ভের চাপকে এক বায়ুমন্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার (atm) বলে।

বায়ু তার ওজনের জন্য ভূ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমন্ডলীয় চাপ বলে।

Similar Posts