সাধারণ অংশীদার কাকে বলে?
সাধারণ অংশীদার কাকে বলে?
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগসহ সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার অংশগ্রহণ এবং অসীম দায় বহন করে, তাকে সাধারণ অংশীদার বলে।
ব্যবসায়ে এ অংশীদারের কর্তৃত্ব ও দায়িত্ব অসীম থাকে। এ ধরনের অংশীদারের মৃত্যু বা দেউলিয়ায় ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে। সাধারণত অংশীদারের দায় ও অধিকার চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। আর এ চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি আইন অনুযায়ী নির্ধারিত হয়।