রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী?
রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী?
ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদ ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে।
ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদ ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে।
যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় – যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধরনের মৌলের পরমাণু দ্বারা গঠিত সেসব পদার্থকে যৌগিক পদার্থ বলে। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। একাধিক মৌলিক পদার্থ নিদিষ্ট…
বর্ণালি বলতে কি বুঝ? সূর্য থেকে নির্গত সাদা আলোক রশ্মি প্রিজমের মধ্যে প্রবেশ করানো হলে তা বিচ্ছুরিত হয়ে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের যে সাতটি রঙের সৃষ্টি করে তার সমাহারকে বর্ণালি বলে।
নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কি? কোনো পরমাণুর সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রন যুগল বন্ধন গঠনে যুক্ত থাকে না, তাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলে।
নিউক্লিয় ফিউশান কি? যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট ভিন্ন মৌল তৈরি করে, তাকে নিউক্লিয় ফিউশান বিক্রিয়া বলে।
ব্যুরেট কী কাজে ব্যবহার করা হয়? ব্যুরেট টাইট্রেশনে ব্যবহৃত হয়।
ল্যাবরেটরির উদ্বায়ী পদার্থ পরিবেশকে কীভাবে দূষিত করে? ল্যাবরেটরিতে ব্যবহৃত পদার্থগুলো বেশ উদ্বায়ী এবং অধিকাংশই বিষাক্ত। ব্যবহারের সময় এরা বায়ুতে মিশে যায় এবং পরীক্ষণ কার্যক্রম শেষে সরাসরি সিংকে ফেলে দেয়া হয় যা পরিবেশের দূষণ ঘটায়। তাছাড় কোন কোন বিক্রিয়ায় উৎপন্ন সহউৎপাদ অবাধে পরিবেশে মিশে পরিবেশের দূষণ ঘটায়। যেমন: Cu(s)+4HNO3(গাঢ়) → Cu(NO3)2+2NO2+2H2O এ বিক্রিয়ায় উৎপন্ন NO2 এসিড বৃষ্টি…