রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী?
রাসায়নিক দ্রব্য সংরক্ষণ কী?
ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদ ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে।
ঝুঁকিপূর্ণ ও বিপদজনক রাসায়নিক দ্রব্যগুলো নিরাপদ ও গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করাকে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বলে।
পর্যায় সারণির সুবিধা (Advantages of the Periodic Table) পর্যায় সারণি বিভিন্ন রসায়নবিদদের নিরলস প্রচেষ্টায় গড়া রসায়নের জগতে এক অসামান্য অবদান। রসায়ন অধ্যয়ন, নতুন মৌল সম্পর্কে ভবিষ্যদ্বাণী, গবেষণা ইত্যাদিতে পর্যায় সারণি বিরাট ভূমিকা পালন করে। নিচে তার কয়েকটি উদাহরণ তুলে ধরা হলোঃ রসায়ন পাঠ সহজীকরণঃ 2016 সাল পর্যন্ত পৃথিবীতে 118 টি মৌল আবিষ্কার করা হয়েছে। আমরা যদি…
প্যারাফিন কি? অ্যালকেনসমূহ কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন শক্তিশালী একক সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হওয়ায় এরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ফলে এদেরকে প্যারাফিন বলা হয়।
নির্দেশক কি? যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে এসিড বা ক্ষারের উপস্থিতি নির্দেশ করে সে সকল পদার্থকে নির্দেশক বলে।
চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক পরমাণু পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। চিনির সংকেত হলো C12H22O11 । চিনিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, চিনিতে ১২টি কার্বন, ২২টি হাইড্রোজেন এবং ১১টি অক্সিজেন পরমাণু বিদ্যমান। কাজেই চিনিকে যৌগিক পদার্থ বলা হয়।
মোল কি? পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।
আয়নিক যৌগের বৈশিষ্ট্য আয়নিক যৌগের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- আয়নিক যৌগের গলনাংক ও স্ফূটনাংক অনেক বেশি হয়ে থাকে। আয়নিক যৌগগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। অধিকাংশ আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয়। অধিকাংশ আয়নিক যৌগই কেলাসাকার বা দানাদার হয়ে থাকে। সকল আয়নিক যৌগেই পোলারিটি ধর্ম বিদ্যমান।