পড়াশোনা

কথনের অংশগ্রাহী বলতে কি বোঝানো হয়?

1 min read

কথনের অংশগ্রাহী বলতে কি বোঝানো হয়?

অংশগ্রাহী চার ধরনের হতে পারে –

(ক) বক্তা বা প্রেষক,

(খ) সম্ভাষক,

(গ) শ্রোতা বা প্রেষিত এবং

(ঘ) সম্ভাষিত।

 

চার রকমের অংশগ্রাহীর মধ্যে (ক) ও (খ) এবং (গ) ও (ঘ) এক নয়। ক্ষেত্রবিশেষে (ক) এবং / অথবা, (খ) এবং (গ) এবং / অথবা (ঘ) এক হতে পারে।

কোনো সংজ্ঞাপক ঘটনার দুই পক্ষ বর্তমান থাকতেই হবে, তিন পক্ষ কখনো সখনো, চারপক্ষ (ক, খ, গ এবং ঘ) কদাপি নয়।

যেমন টেলিভিশনের বিজ্ঞাপনে প্রেষক হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান – বার্তারূপ যেখানে তৈরি হচ্ছে, সম্ভাষক হলো এক বা একাধিক মডেল। (পুং/স্ত্রী) যে বা যারা কোনো দ্রব্যের গুণাগুণ বলছে এবং দর্শকেরা হল প্রেষিতা / সম্ভাভিত / শ্রোতা। আবার ঘরোয়া পরিবেশে মা যখন বড়ো ভাইকে পাশের বাড়ি থেকে ছোটো বোনকে ডেকে আনতে বলছে। সেখানে মা প্রেষক বড়ো ভাই সম্ভাষক এবং ছোটো বোন শ্রোতা।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x