Rinse বলতে কী বুঝ?

Rinse বলতে কী বুঝ?

Rinse বা রিনস্ বলতে মূলত ধৌতকরণ বুঝায়। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীগুলোকে ডিটারজেন্ট দিয়ে যেমন ধৌত করা যায় তেমন অনুমোদিত দ্রাবক দ্বারা রিনস্ করে নেয়া যায়। যেমন – ক্রোমিক এসিড (K2Cr2O7 ও conc. H2SO4)। সেক্ষেত্রে নিম্নের পদ্ধতিতে ধৌতকরণ করা হয় –

১) গ্লাসসামগ্রীকে প্রথমে সাধারণ পানি দ্বারা ধৌতকরা লাগবে।

২) তারপর ক্রোমিক এসিড দ্বারা ধুয়ে বা Rinse করে নিতে হবে।

৩) সবশেষে ডিআয়নাইড পানি দ্বারা আরও একবার ধুয়ে নিতে হবে।