Rinse বলতে কী বুঝ?
Rinse বা রিনস্ বলতে মূলত ধৌতকরণ বুঝায়। ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীগুলোকে ডিটারজেন্ট দিয়ে যেমন ধৌত করা যায় তেমন অনুমোদিত দ্রাবক দ্বারা রিনস্ করে নেয়া যায়। যেমন – ক্রোমিক এসিড (K2Cr2O7 ও conc. H2SO4)। সেক্ষেত্রে নিম্নের পদ্ধতিতে ধৌতকরণ করা হয় –
১) গ্লাসসামগ্রীকে প্রথমে সাধারণ পানি দ্বারা ধৌতকরা লাগবে।
২) তারপর ক্রোমিক এসিড দ্বারা ধুয়ে বা Rinse করে নিতে হবে।
৩) সবশেষে ডিআয়নাইড পানি দ্বারা আরও একবার ধুয়ে নিতে হবে।