হুণ্ডের নিয়মটি লেখ।
হুণ্ডের নিয়মটি লেখ।
কোনো পরমাণুর একই শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।
কোনো পরমাণুর একই শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে।
বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে? বন্ধন গঠনকালে যে ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ থাকে তাকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
সংকেত কাকে বলে? নির্দিষ্ট প্রতীক ও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে একটি বস্তু বা পদার্থকে বা জিনিসকে সংক্ষিপ্ত আকারে পূর্ণভাবে প্রকাশের রূপকে সংকেত বলে। বিজ্ঞানে সংকেত বলতে একটি পদার্থের পরিমাণ বুঝানোর সংক্ষিপ্ত উপায়কে সংকেত বলে। যেমন, পানির বৈজ্ঞানিক রাসায়নিক সংকেত হচ্ছে H2O। পানির এই সংকেত দ্বারা বুঝায় যে, পানিতে দুইটি হাইড্রোজেন (H) পরমাণু ও একটি অক্সিজেন (O) পরমাণু আছে। অর্থাৎ,…
প্রশমন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তুল্যপরিমাণ এসিড ও ক্ষারকের সংযোগে পরস্পরের ধর্ম / বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে প্রশমন বা নিরপেক্ষ যৌগ উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction) বলে। একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। এ ধরনের বিক্রিয়াকে এসিড-ক্ষার…
বিপদ সংকেত কি? রাসায়নিক দ্রব্যের সম্ভাব্য বিপদ নির্দেশক আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিহ্নসমূহকে বিপদ সংকেত বলে।
নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন ব্যাখ্যা কর। নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কারণ প্রাকৃতিক সেলুলোজ নয় এমন পদার্থ যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পলিমারকরণ দ্বারা রসায়নবিদগণ গবেষণাগারে নাইলন তৈরি করা হয় এবং এর মধ্যে তন্তুর গুণাগুণ বিদ্যমান। নাইলন প্রথম উদ্ভাবিত সিনথেটিক তন্তু। এটি হালকা ও শক্ত।কার্পেট, দড়ি, টায়ার ইত্যাদি…
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং অণু পরমাণু ১ যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। ২ অণু মুক্ত অবস্থায় থাকতে পারে। পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না। ৩ যেমন- পানির অণু H2O। যেমন – পানিতে H ও O পরমাণু বিদ্যমান।