লবণের দ্রাব্যতার গুণফল কী?
লবণের দ্রাব্যতার গুণফল কী?
নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রাব্রতা বিশিষ্ট লবণের সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে ঐ লবণের দ্রাব্যতার গুণফল বলে।
নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রাব্রতা বিশিষ্ট লবণের সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে ঐ লবণের দ্রাব্যতার গুণফল বলে।
জুওপ্লাংক্টন কি? পানিতে বসবাসকারী এক ধরনের ক্ষুদ্র প্রাণীকে জুওপ্লাংক্টন বলে।
কয়লা, প্রাকৃতিক গ্যাসকে কেন জীবাম্ম জ্বালানি বলা হয়? কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস মানুষের সৃষ্ট নয়। হাজার হাজার বছর পূর্বে মাটির নিচে উদ্ভিদ ও প্রাণির দেহ চাপা পড়ে উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই জ্বালানি তৈরি হয়েছে। এই জ্বালানির ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছে বলে একে জীবাশ্ম জ্বালানি বলা হয়।
আউফবাউ নীতি কি? পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্নশক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে। ইলেকট্রন দ্বারা অরবিটাল সমূহের পূর্ণ হওয়ার এ নিয়মকে বলা হয় আউফবাউ নীতি। অথবা, ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর…
নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র দুটি নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে, তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে।
আইসোটোন (Isotone) কাকে বলে? যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। যেমন : 36Sr, 37Cl, 38Ar, 39Kr এরা পরস্পরের আইসোটোন। কারণ এদের প্রত্যেকের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 20 কিন্তু এদের ভর সংখ্যা তথা প্রোটন সংখ্যা অসমান। আইসোটোন মনে রাখার উপায়ঃ আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান থাকে এটা মনে রাখার জন্য নিউট্রন ও আইসোটোন দুটি…
জুল-থমসন প্রভাব কাকে বলে? উচ্চ চাপে আবদ্ধ গ্যাসীয় অণুসমূহকে যদি হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বড় পাত্রে সম্প্রসারিত হতে দেয়া হয় তাহলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এ প্রক্রিয়াকে জুল-থমসন প্রভাব বলে। এভাবে অনেক গ্যাসের তাপমাত্রা হ্রাস পেলেও H2 ও He গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়।