Modal Ad Example
National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে

1 min read

১ ক্লিকে রেজাল্ট দেখুন : http://nubd.info/results/

২০২০ সালের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ১৬/০৫/২০২২ তারিখ রাত ০৮:০০টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৭১১টি কেন্দ্রে ১৮৯৮টি কলেজের সর্বমোট ২,৩৫,৫৭০ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৮৭.৩৯%।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানা যাবে। ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

 

অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখুন এই লিংকে

ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/

এটাতে সমস্যা হলে http://nubd.info/results/

এটাতে দেখুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ১ম বর্ষের ফলাফল 2022 দেখবেন যেভাবে

দুইভাবে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট।

দেখার নিয়ম

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ১ম বর্ষ ডিগ্রী রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট nu.ac.bd/results/ এবং nubd.info/hons.php থেকে।

• অনলাইনে মাধ্যমে ডিগ্রী ১ম বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/

• এরপর বাম সাইড এর সার্চ অপশনে Degree এ ক্লিক করলে ৫ টা অপশন আসবে এর ভিতর থেকে honours 1st year আপশন সিলেক্ট করুন।

• এরপর সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার বছর 2020 দিয়ে সার্চ করতে হবে। এরপর একটা হিজিবিজি ক্যাপচা কোড দেখতে পাবেন। সর্তকতার সাথে ক্যাপচা কোড সঠিক ভাবে এন্ট্রি দিন। এরপর search result এ ক্লিক করুন।

• পেয়ে যাবেন আপনার মার্কসিট সহ ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট ।

অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখুন এই লিংকে

অনলাইনে অনার্স ১ম বর্ষের ফলাফল দেখাতে সার্ভার প্রব্লেম হতে পারে। তাই ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। nu.ac.bd/results ওয়েবসাইটে ফলাফল দেখতে সমস্যা হলে http://nubd.info/hons.php

সাইটে চেষ্টা করতে হবে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x