চুক্তি কী?
চুক্তি কী?
চুক্তি হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার নির্দিষ্ট উপায়ে কোনো কাজ করার অঙ্গীকার।
চুক্তি হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার নির্দিষ্ট উপায়ে কোনো কাজ করার অঙ্গীকার।
আমদানি বাণিজ্য কাকে বলে? বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্যসামগ্রী কিনে নিজ দেশে আনাকে আমদানি বাণিজ্য বলে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়। সাধারণত কোনো দেশে নির্দিষ্ট পণ্যের অভাব পূরণের জন্য তা অন্য দেশ থেকে আনা হয়। যেমন – চীন থেকে মোবাইল সেট কিনে বাংলাদেশে এনে বিক্রি করা।
অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান কাকে বলে? ব্যক্তি সংক্রান্ত হিসাব ছাড়া ব্যবসায়ের সকল প্রকার সম্পত্তি ও নামিক হিসাবসমূহ যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে অব্যক্তিক বা সাধারণ খতিয়ান বলে। অব্যক্তিক খতিয়ানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা – ক) প্র্রাইভেট খতিয়ান এবং খ) নামিক খতিয়ান। ক) প্রাইভেট খতিয়ানঃ যে খতিয়ানে ব্যবসায়ের সম্পত্তি, দায় ও মূলধন…
কোনটিকে উৎপাদনের বাহন বলা হয়? উৎপাদন বাহন হল শিল্প।
শিল্প কাকে বলে? প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।
ব্যাংকার কে? ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোন ব্যক্তিকেই ব্যাংকার বলে। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবসায়ে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন তাকে ব্যাংকার বলে।
সঞ্চয় কাকে বলে? আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু অর্থ তুলে রাখার নামই সঞ্চয়। অর্থাৎ ভবিষ্যতের কিছু প্রয়োজন ও চাহিদা পূরণ করার জন্য বর্তমান আয় থেকে কিছুটা তুলে রাখা। অর্থাৎ আয় – বর্তমান ভোগব্যয় = সঞ্চয় মোট কথা, সঞ্চয় বলতে বোঝায় বর্তমান ভোগের পরিমিতবোধ ও ভবিষ্যতের ভোগের জন্য সংযম। এই সঞ্চয় মানুষের ভবিষ্যৎ…