ব্যবসায় পরিবেশ কী?
ব্যবসায় পরিবেশ কী?
ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ যেসব পারিপার্শ্বিক উপাদানের মাধ্যমে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।
ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ যেসব পারিপার্শ্বিক উপাদানের মাধ্যমে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।
অংশীদারি চুক্তিপত্র কী? অংশীদারি ব্যবসায় পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।
অপরিচালন আয় কাকে বলে? ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের বাইরে অন্যান্য যেসব উৎস থেকে আয় আসে তাকে অপরিচালন আয় বলে। এই ধরনের আয় ব্যবসায় পরিচালনের বাইরে হয়। যেমনঃ স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, বিনোয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, লগ্নির সুদ, সরকারি বন্ডের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, ভাড়া প্রাপ্তির সুদ, ভাড়া প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া,…
উৎপাদনের বাহন কোনটি? উৎপাদনের বাহন হলো শিল্প। প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয়। আর এ উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
শেয়ার কী? কোম্পানির মূলধনের সমান ও ক্ষুদ্র অংশের প্রতিটি একককে শেয়ার বলে। ব্যবসা পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানির মূলধনের পরিমাণ পূর্বেই নির্ধারণ করা হয়। মূলধন নির্ধারণের জন্য মূলধন ইস্যুকারী কম্পটোলার এর কাছে আবেদন করতে হয়। নির্ধারিত মূলধনকে আবার কতগুলো অংশে ভাগ করা হয়। প্রতি অংশকে শেয়ার বলে। উৎসের ভিত্তি করে মূলধন দু’রকম হয়ে থাকে। যথাঃ…
শিল্প বলতে কি বোঝায়? প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করার প্রক্রিয়াকে শিল্প বলে। এটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। হ্যাচারি, হাঁস-মুরগির খামার, সেতু নির্মাণ প্রভৃতি শিল্পের উদাহরণ।
চুক্তি কী? চুক্তি হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার নির্দিষ্ট উপায়ে কোনো কাজ করার অঙ্গীকার।