2+4+6+……….ধারাটির দশম পদ কত?
2+4+6+……….ধারাটির দশম পদ কত?
ক) 110
খ) 48
গ) 28
ঘ) 20
উত্তরঃ ঘ) 20
2+4+6+……….ধারাটির দশম পদ 20।
ক) 110
খ) 48
গ) 28
ঘ) 20
উত্তরঃ ঘ) 20
2+4+6+……….ধারাটির দশম পদ 20।
উপপাদ্য কাকে বলে? উপপাদ্য হলো এক প্রকারের প্রস্তাবনা, যা কিছু প্রাথমিক ধারণার ভিত্তিতে প্রমাণ করা হয়। উপপাদ্য বা Theorem হলো সেইসব ধর্ম (Properties) বা সম্পর্ক (Relations) যেগুলো প্রমাণ করা যায় বা হয়। সাধারণ জ্যামিতিতেই এর উল্লেখ বেশি। যে প্রতিজ্ঞায় কোন জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, একে উপপাদ্য বলে। গণিতের ভাষায়, উপপাদ্যের দুইটি অংশ…
0.6×0.9=? 0.6×0.9=0.54 আবৃত্ত হলে নিচের সমাধানটি হবে:
আমার এ লেখাটির কারণ একটি সংখ্যা শিখানো নয়। এই সংখ্যাটির ব্যবহার অনেক বেশি তাই হয়তো মানুষ এটিকে নির্ভুলভাবে লিখতে চায়। আবার অনেকে ব্যাংক থেকে টাকা উঠানোর জন্য ব্যাংক চেক লিখে থাকে। সেক্ষেত্রে যেকোন সংখ্যা লেখার প্রয়োজন পড়তে পারে। তবে ১ লক্ষ টাকার বহুল ব্যবহার হয়। অন্যদিকে এ সংখ্যাটির ইংরেজি বানানও খুব বেশি লিখতে হয়। এক…
তল কাকে বলে? জ্যামিতির সাথে সম্পৃক্ত একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হলো তল। যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলে। যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে। সাধারণত কোনো বস্তুর উপরিভাগকে তল বলা হয়। ঘনবস্তুর তল দ্বি-মাত্রিক হয়। তল এর প্রকারভেদ…
সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষকোণ এর ইংরেজি হলো Acute Angle। এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
বৃত্ত কি? সমতলস্থ কোনাে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনাে বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলা হয়। চিত্রে O বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনাে বিন্দুর সঞ্চারপথ ABC একটি বৃত্ত। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ: নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে ঘূর্ণায়মান কোনাে বিন্দুর সঞ্চারপথকে বৃত্ত বলা হয়, ঐ নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয় এবং ঐ বিন্দু…