স্ট্রোমা কি?
স্ট্রোমা কি?
ঝিল্লিবেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, তরল জলীয় পদার্থটির নাম স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম নিয়ে স্ট্রোমা গঠিত। স্টোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসেবে কাজ।
ঝিল্লিবেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, তরল জলীয় পদার্থটির নাম স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম নিয়ে স্ট্রোমা গঠিত। স্টোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসেবে কাজ।
মানবদেহে মূত্রের রং হলুদ হয় কেন? মানবদেহের রেচন পদার্থসমূহ মূত্রের সাহায্যে শরীর হতে বের হয়ে আসে। মূত্রে এক ধরনের ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এই ইউরোক্রোমের কারণে মূত্রের রং হলুদ হয়।
ফটোলাইসিস কাকে বলে? সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে।
পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেই পাতলা পর্দাই হলো পেরিকার্ডিয়াম।
ভিটামিনকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা- ১. চর্বিতে দ্রবণীয় ভিটামিনঃ ভিটামিন এ, বি, ই এবং কে। ২. পানিতে দ্রবণীয় ভিটামিনঃ ‘ভিটামিন বি কমপ্লেক্স’ ও ‘ভিটামিন সি’।
গ্যাস্ট্রুলেশন কাকে বলে? গ্যাস্ট্রুলেশন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা দশা থেকে গ্যাস্ট্রুলা গঠিত হয় তাকে গ্যাস্ট্রুলেশন বলে।
কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদের জননকোষ ছাড়া অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাজম চারদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটিই কোষ প্রাচীর। রবার্ট হুক ১৬৬৫ সালে অণুবীক্ষণযন্ত্রে বোতলের কর্ক পরীক্ষাকালে যে প্রোকোষ্ঠ দেখেছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর। পাঁচজগত শ্রেণিবিন্যাস ধারণায় শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে গণ্য করা হয় না কিন্তু এসব…