দ্রাব্যতার একক কী?
দ্রাব্যতার একক কী?
দ্রাব্যতার কোনো একক নেই।
দ্রাব্যতার কোনো একক নেই।
পোর্সেলিন লেবেল কী? সুষমভাবে তাপ সঞ্চালনের উদ্দেশ্যে তারজালিতে যে পোর্সেলিন লাগানো হয় (যার উপর মূলত গ্লাস সামগ্রী বসানো হয়) তাকে পোর্সেলিন লেবেল বলে।
কণার গতিতত্ত্ব অনুযায়ী কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কণার গতির বিবরণ নিম্নে দেওয়া হলো- পদার্থ যখন কঠিন অবস্থায় থাকে তখন তার গতিশক্তি সবচেয়ে কম থাকে। কারণ কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের অতি নিকটে থাকে। বিধায় অণু সমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম। তাই এ অবস্থায় অণুসমূহ চলাচল করতেই পারে…
ডাইস্যাকারাইড কাকে বলে? যেসকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে দুটি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলে। যেমনঃ ইক্ষু চিনি। একে পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত করলে সমপরিমাণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ পাওয়া যায়।
ধাতুর তড়িৎ বিশোধন কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপদ্রব্য মিশ্রিত ধাতু থেকে 99.99% বিশুদ্ধ ধাতুর নিষ্কাশন প্রক্রিয়াকে ধাতুর তড়িৎ বিশোধন বলে।
ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হলো এমন একটি পৃথকীকরণ পদ্ধতি যাতে একটি মিশ্রণের উপাদানসমূহকে গ্যাসীয় বা তরল (চলমান) দশা দ্বারা স্থির দশার ভেতর দিয়ে বিভিন্ন বেগে প্রবাহিত করে পৃথক করা হয়। কোনো মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে তা অধিশোষক দ্বারা তত বেশি অধিশোষিত হবে।
আউফবাউ এর নীতি বলতে কি বুঝ? পরমাণুর ইলেকট্রনগুলো উহার অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালটির শক্তি কম সেই অরবিটালটি পূর্ণ হবার পর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এ নীতিকে আউফবাউ নীতি বলে।