রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতা কাকে বলে?
স্বাধীনতা কাকে বলে?
শব্দগত অর্থে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা বোঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতাকে এইভাবে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয় না। রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কির মতে, স্বাধীনতা বলতে সেই পরিবেশের সযত্ন-সংরক্ষণ বোঝায় যে পরিবেশে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করতে পারে। স্বাধীনতার উপযোগী এই পরিবেশ সৃষ্টি হয় অধিকারের দ্বারা। তাই স্বাধীনতা হলো অধিকারের ফল।