ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে পার্থক্য

ফ্রানসাইজি ও ফ্রানসাইজরের মধ্যে পার্থক্য

যিনি ফ্রানসাইজরের পণ্য বা সেবা বিক্রি বা বিতরণের অধিকার পান তাকে ফ্রানসাইজি বলে। আর এ সুবিধা যিনি দেন তাকে ফ্রানসাইজর বলে।

নং ফ্রানসাইজি ফ্রানসাইজর
 ১ ফ্রানসাইজিং চুক্তিতে ফ্রানসাইজি ফ্রানসাইজরের পণ্য বা সেবা বিক্রির অধিকার লাভ করে। এ চুক্তিতে ফ্রানসাইজর তার পণ্য বিক্রির অধিকার দেয়।
 ২ ফ্রানসাইজি মাসিক হারে নির্দিষ্ট ফি ফ্রানসাইজরকে দিয়ে থাকে। এরা পণ্য বা সেবা বিক্রির ওপর নির্দিষ্ট অঙ্কের ফি পেয়ে থাকে।

Similar Posts