Cl এর যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন
এখানে, ক্লোরিনের যোজনী 1 কিন্তু যোজনী ইলেকট্রন 7 ।
শুষ্ক কোষ কি? যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষ্যরূপে তরলের পরিবর্তে NH4Cl, MnO2 এবং স্টার্চ মিশ্রিত কাই ব্যবহার করা হয় তাকে শুষ্ক কোষ (dry cell) বলে।
ক্ষারের সাথে P₂O₃ এর বিক্রিয়া ক্ষারীয় দ্রবণ (যেমনঃ NaOH) এর সাথে ফসফরাস ট্রাই অক্সাইড বিক্রিয়া করে ধাতব ফসফেট (যেমনঃ সোডিয়াম ফসফেট) ফসফিন ও পানি উৎপন্ন করে। 2P₂O₃+9NaOH → 3Na₃PO₄+ PH₃ + 3H₂O
স্থির কক্ষপথে থাকাকালে ইলেকট্রন স্থির অবস্থায় থাকে কী? স্থির কক্ষে থাকাকালীন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এ আবর্তনের সময় ইলেকট্রনের গতির সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়মকেই অনুসরণ করে তবে এক কক্ষ পথ থেকে অন্য কক্ষে যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে। অর্থাৎ স্থির কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে।
পিপেট ব্যবহারের সুবিধা কী কী? পিপেট এর মাঝখানে যে মোটা নল বা ভাল্ব থাকে তার উপরিনলের চারদিক ঘিরে লাল রং দ্বারা দাগ কাটা থাকে। 5 ml, 10 ml, 20 ml যেকোনো আয়তনের পিপেট-এ তখন ঐ দাগ পর্যন্ত তরল টেনে নিয়ে আয়তন পরিমাপ করা হয়। আয়তনমিতিক সিলিন্ডার এর মত রিডিং ভালোভাবে পর্যবেক্ষণ করা লাগে না। এছাড়া…
উৎপাদক (Producer) কাকে বলে? সাধারণত উচ্চতর উদ্ভিদ ও শেওলা জাতীয় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এ প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে। এ প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়, যা জীব পরিবেশের জন্য অপরিহার্য। এক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং শর্করা জাতীয় খাদ্যে আবদ্ধ থাকে।…
কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয় কেন? MnO2 একটি বিজারক। কাচে FeO, Fe2O3 প্রভৃতি থাকলে তাতে অনাকাঙ্খিত বর্ণ দেখা দেয়। MnO2 আয়রনের অক্সাইডসমূহকে বিজারিত করে বর্ণ দূর করে। তাই কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয়।