পড়াশোনা

আয়ন বায়ু কাকে বলে?

0 min read

কর্কটীয় এবং ম করিও উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে| এই বায়ু প্রবাহের সময় ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়| এই বায়ুর বিস্তার উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত | এই বায়ুকে বাণিজ্য বায়ু ও বলা হয়|

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x