কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য
কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে । এবং কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে।
কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিম্নরূপ –
নং | কাজ | ক্ষমতা |
১ | বল প্রয়োগে যদি বস্তুর সরণ ঘটে তাহলে বল এবং বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। | কোন বস্তু একক সময়ে যে কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। |
২ | কাজ ধনাত্মক ও ঋণাত্মক দুই রকমের হতে পারে। | ক্ষমতার প্রকারভেদ নেই। |
৩ | কাজের মাত্রা : ML2T-2 | ক্ষমতার মাত্রা : ML2T-3 |
৪ | কাজের একক জুল। | ক্ষমতার একক ওয়াট। |
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।