তথ্য প্রযুক্তি

স্টার টপোলজি কাকে বলে? স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা

1 min read

স্টার টপোলজি কাকে বলে?

যে নেটওয়ার্ক সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জাংশন (হাব বা সুইচ) থেকে সংযোগ দেওয়া হয় তাকে স্টার টপোলজি বলে। এ ধরনের টপোলজিতে অনেকগুলো কম্পিউটারকে হাব বা সুইচ এর মাধ্যমে সংযুক্ত থাকে। কম্পিউটার হতে পাঠানো ডেটা প্রথমে হাব বা সুইচ গ্রহণ করে পরে অন্যান্য কম্পিউটারে পাঠিয়ে দেয়। হাবের মাধ্যমে তথ্য আদান-প্রদান করলে তথ্য সকল কম্পিউটারে যায়। অন্যদিকে সুইচ ব্যবহার করে তথ্যকে শুধুমাত্র টার্গেট কম্পিউটারে তথ্য পাঠিয়ে দেয়। স্টার টপোলজির মাধ্যমে সেলুলার ফোনে তথ্য আদান-প্রদান করা হয়।

স্টার টপোলজির সুবিধা

  • এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না।
  • নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই চলে।
  • এ টপোলজি কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে ত্রুটি নির্ণয় সহজ।
  • একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা যায়।
  • ডেটা চলাচলের গতি বেশি।

 

 

স্টার টপোলজির অসুবিধা

  • হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়।
  • প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর ক্যাবলের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল।
  • কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা পারাপারের গতি কমে যায়।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x