প্রোগ্রামিং ভাষা

প্রোগ্রামিং ভাষা
Programming Language


প্রোগ্রামিং কাকে বলে?

কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক-নির্দেশনা দিতে হয়। এই দিক-নির্দেশনাগুলোকে প্রোগ্রাম বলা হয়। আর প্রোগ্রাম লেখার কৌশলকেই প্রোগ্রামিং বলে।

প্রোগ্রামিং ভাষা কাকে বলে?

কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে যে বোধগম্য ভাষায় নির্দেশ প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।

অনুবাদক প্রোগ্রাম কাকে বলে?

যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে।

 

অ্যালগরিদম কাকে বলে?

কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতকগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়, এ ধরনের পরিকল্পনাকেই অ্যালগরিদম বলে।

ফ্লোচার্ট কাকে বলে?

যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করাকে ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে।

Similar Posts