তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
Information and Communication Technology: World and Bangladesh Perspective


ইনফরমেশন বা তথ্য কাকে বলে?

কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে।

তথ্য প্রযুক্তি কাকে বলে?

তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।

যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলে। আর ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

যেকোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।

বিশ্বগ্রাম কাকে বলে?

বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষাঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান।

এন্থনি গিডেন্স বলেন, “বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ।”

রোলান্ড রবার্টসন বলেন, “বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা।”

মার্টিন আলব্রো বলেন, “বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া।”

যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুতগতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযক্তি বলে।

টেলিকনফারেন্সিং কাকে বলে?

ভিন্ন ভৌগলিক দূরত্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান-প্রদানকে টেলিকনফারেন্সিং বলে। তাছাড়া টেলিযোগাগের মাধ্যমে সভা-সমাবেশ করাকেও টেলিকনফারেন্সিং বলা যায় এবং এ সভাকে টেলিকনফারেন্স বলে।

Similar Posts