টেস্টটিউবে তাপ দেয়ার সময় কী কী মনে রাখা উচিত?

টেস্টটিউবে তাপ দেয়ার সময় কী কী মনে রাখা উচিত?

টেস্টটিউবে তাপ দেয়ার সময যে সব ব্যাপার মাথায় রাখা উচিত-

১) ধীরে ধীরে তাপ প্রদান করতে হবে যাতে সুষমভাবে তাপ সঞ্চালিত হয়।

২) তাপ দেয়ার সময় জারণ শিখার অগ্রভাগ ব্যবহার করতে হবে।

৩) টেস্টটিউবকে বিরামহীনভাবে তাপ দেয়া যাবে না।

৪) তরল দ্রবণে তাপ দেয়ার সময় যাতে Bumping না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

Similar Posts