ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Database Management System
উপাত্ত বা ডেটা কাকে বলে?
সুশৃঙ্খলভাবে সাজানো নয় এমন এক বা একাধিক বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন, চিত্র, অডিও, ভিডিও ইত্যাদি ব্যবহার করে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য যে ক্ষুদ্র উপাদান কম্পিউটারে ইনপুট আকারে দেয়া হয় তাকে উপাত্ত বা ডেটা বলে।
ডেটার প্রকারভেদ
ডেটা দুই প্রকার। যথাঃ
১) সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা
২) অসংখ্যাবাচক / বর্ণবাচক বা নন-নিউমেরিক ডেটা।
সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা কাকে বলে?
যে সমস্ত ডেটা শুধু সংখ্যা নিয়ে গঠিত হয় তাকে নিউমেরিক ডেটা বলে। যেমন- ৫, ১০, ৩০০, ৬০০ ইত্যাদি।
অসংখ্যাবাচক / বর্ণবাচক বা নন-নিউমেরিক ডেটা কাকে বলে?
যে সমস্ত ডেটা সংখ্যা প্রকাশ না করে বর্ণ, শব্দ, ছবি, গ্রাফিক্স ইত্যাদি প্রকাশ করে তাকে নন-নিউমেরিক ডেটা বলে। যেমন- চন্দন, ফারহান, আবিদ ইত্যাদি।
তথ্য বা ইনফরমেশন কাকে বলে?
সরবরাহকৃত ডেটাকে প্রক্রিয়াকরণ করে অর্থবহ, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে।
অ্যাট্রিবিউট কাকে বলে?
একটি এনটিটি এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে।
ভ্যালু কাকে বলে?
কোন একটি এনটিটি-তে ব্যবহৃত প্রতিটি অ্যাট্রিবিউট এর যে মান থাকে তাকে ভেল্যু বলা হয়।
ডেটা হারয়ারর্কি কাকে বলে?
ডেটাবেজ থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের ধারাবাহিক সংগঠনকে ডেটা হায়ারর্কি বলে।
ডেটাবেজ কাকে বলে?
পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক ফাইলকে ডেটাবেজ বলে।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে?
যার মাধ্যমে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয় তাকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে?
ফাইলগুলোকে শুধুমাত্র রেকর্ডের তালিকায় সারি ও কলাম বিশিষ্ট টেবিলে বিবেচনা করা হয়। এ ধরনের ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।
কী ফিল্ড কাকে বলে?
কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
প্রাইমারী কী কাকে বলে?
কোন ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এ ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে এবং ঐ ফিল্ডের কোন ডেটা Null বা ফাঁকা থাকতে পারবে না। এ ধরনের ফিল্ডকে প্রাইমারী কী বলে।
কম্পোজিট প্রাইমারী কী?
দুই বা ততোধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত প্রাইমারী কী-কে কম্পোজিট প্রাইমারী কী বলা হয়।
ফরেন কী?
কোন একটি টেবিলের কোন একটি ফিল্ড যদি অন্য একটি টেবিলের প্রাইমারী কী-র ডেটার সাথে মিলে যায় তাহলে ঐ ফিল্ডকে ফরেন কী বলে।
সরল সংগঠন বা লিস্ট স্ট্রাকচার মডেল কী?
একটিমাত্র ডেটা টেবিলের সমন্বয়ে ডেটাবেজ গঠিত হলে তাকে সরল ডেটাবেজ সংগঠন বলে।