এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন?
এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন?
কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হতে থাকে এবং একসময় আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে পরমশ কম্পন বলে। ব্রীজের উপর দিয়ে সৈন্যদের মার্চ করে যেতে দিলে তাদের দ্বারা সৃষ্ট কম্পন এক সময় ব্রীজের কম্পনের সমান হয়। ফলে ব্রীজটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে এবং এক সময় ব্রীজটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্যার জন্য ব্রীজের উপর সৈন্যদের মার্চ করে যেতে দেওয়া হয় না।