জীববিজ্ঞান

সঙ্গীকোষ কাকে বলে?

1 min read

প্রতিটি সিভকোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়। ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিভকোষের কার্যাবলির কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। এ কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ণ ও ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই।

 

ভেসেল কোষ: ভেসেল হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যুর মধ্যে জাইলেম টিস্যুর উপাদান(কোষ)এটি উদ্ভিদের দেহে পানি পরিবহনে অংশ গ্রহন করে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x