প্লাস্টিড কাকে বলে?
সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে।
প্লাস্টিডে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকায় একে ধারণকারী উদ্ভিদ বর্ণময় হয়। দুই ধরনের প্লাস্টিডের ভেতর ক্রোমোপ্লাস্টিড বর্ণযুক্ত ও লিউকোপ্লাস্টিড বর্ণহীন। একে কোষের বর্ণাধার বলে।
পদার্থের প্রকৃতি এবং আকৃতির উপর ভিত্তি করে প্লাস্টিড তিন প্রকার। যথা-
ক) লিউকোপ্লাস্ট,
খ) ক্রোমোপ্লাস্ট এবং
গ) ক্লোরোপ্লাস্ট।