মাইটোসিস কোষবিভাজন কাকে বলে?

মাইটোসিস কোষবিভাজন কাকে বলে?

যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে।

মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। 

 

  • প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটে একে বলা হয় ক্যারিওকাইনেসিস।
  • দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয় একে সাইটোকাইনেসিস বলে।

বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে।

বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। পর্যায়গুলো হচ্ছেঃ

১) প্রোফেজ

২) প্রো-মেটাফেজ

৩) মেটাফেজ

৪) অ্যানাফেজ এবং

৫) টেলোফেজ