সমাজকল্যাণ কি । সমাজকল্যাণ কাকে বলে ও সমাজকল্যাণের ব্যাখ্যা

‘মানুষ মানুষের জন্য’- মানবতাবোধের এ অনুপম অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ ও দানশীলতা মানুষকে বিপদগ্রস্তদের সাহায্য করতে অনুপ্রাণিত করেছে। ফলে সুপ্রাচীনকাল থেকেই মানুষ অসহায়, ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে; প্রসারিত করেছে দানের হস্ত; খুলে দিয়েছে ধনভাণ্ডার। আর এভাবে দানশীলতার ভিতর দিয়ে শুরু হয় সমাজকল্যাণের যাত্রা। কালের পরিক্রমায় সমাজকল্যাণ আজ দানশীলতা পেরিয়ে শিল্পবিপ্লবোত্তর সমাজের জটিল সমস্যাদির সমাধানে নতুন রূপ পরিগ্রহ করেছে। সমাজকল্যাণ আজ পরিণত হয়েছে মানুষের আর্থ মনোসামাজিকসহ সকল সমস্যা সমাধানের একটি সুসংগঠিত বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে।

সমাজকল্যাণ কি

সাধারণ অর্থে, সমাজের মানুষের স্বাচ্ছন্দ্য জীবনযাপন, সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধিপূর্ণ অবস্থার ফলশ্রুতিকে কল্যাণ বা Welfare বলে। শব্দগত অর্থে, সমাজকল্যাণ শব্দটি সমাজ ও কল্যাণ এ দু’টি প্রত্যয়ের সমন্বয়ে গঠিত। সমাজ বলতে অনুভূতিক্ষম জনসমষ্টিকে বুঝায়, যারা তাদের এ মনোভাবের কথা জানে, অনুভব করে এবং যে কোন অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সমবেতভাবে কাজ করে

সমাজবিজ্ঞানী Maclver সমাজকে ‘Wave of social relationship’ বলে আখ্যায়িত করেছেন। কল্যাণের সাধারণ অর্থ সুখকর জীবনযাপন। কল্যাণ এক ইতিবাচক শব্দ, যা ধরা বা ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায়। অর্থাৎ, কল্যাণ হচ্ছে মানসিক সুখকর অবস্থা। সনাতন অর্থে, সনাতন দৃষ্টিকোণ হতে সমাজকল্যাণ বলতে সমাজের দুস্থ, অসহায় ও অসুবিধাগ্রস্ত শ্রেণীর কল্যাণের নিমিত্তে গৃহীত সব ধরনের প্রচেষ্টাকে বুঝানো হয়। যেমন- আর্তের সেবা করা, অন্নহীনে অন্ন দান, আশ্রয়হীনে আশ্রয় দান প্রভৃতি। আধুনিক অর্থে, সমাজকল্যাণ বলতে কতকগুলো পদ্ধতি নির্ভর সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে বুঝায়, যেগুলো মানুষকে তার পরিবেশের সার্বিক অবস্থা কার্যকর মোকাবিলা করতে সক্ষম করে তোলে

সমাজকল্যাণ কাকে বলে

বিভিন্ন সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে এবং অভিধানে সমাজকল্যাণ (social welfare) প্রত্যয়টি বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয়েছে। নিম্নে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল।
‘Social Work Dictionary”,  “সমাজকল্যাণ হচ্ছে জাতীয়ভিত্তিক কর্মসূচি, সুযোগ সুবিধা ও সেবাব্যবস্থা, যা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও স্বাস্থ্যগত প্রয়োজন পূরণে জনগণকে সহায়তা করে, যা সামাজিক নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যকীয়।”

উপরিউক্ত সংজ্ঞা বিশ্লেষণ করে বলা যায় যে, সমাজকল্যাণ হল এমন একটি সুসংগঠিত, সুশৃঙ্খলিত, উন্নত ও বৈজ্ঞানিক কাজে সহায়ক প্রচেষ্টা যা সমগ্র মানবসমাজের উন্নয়ন ও কল্যাণ সাধনে নিয়োজিত। এটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর প্রধান লক্ষ্য হল মানবকল্যাণ সাধন তথা দেশ ও জাতির উন্নয়ন।

Similar Posts