কক্সবাজার বিকেএসপির ১৫ শিক্ষার্থী হাসপাতালে

রাতের খাবার খেয়ে কক্সবাজারের রামুতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্রের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সকলে রাতের খাবার খাওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ ও দূর্বল হয়ে পড়েন। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রটির উপপরিচালক আতিকুজ্জামান রুশু।

জানিয়েছেন, শুক্রবার রাতের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। প্রথমে বিষয়টা স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে শিক্ষার্থীদের অবস্থার অবনতি হলে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে বলেছেন, ‘রাত থেকে একে একে ১৫ শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তাদের প্রধানত পেট ব্যথা ও ডায়রিয়ার চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজন সুস্থ হয়ে উঠেছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *