ভূগোল

বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ও গুণাবলি

1 min read

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার কারণে বাংলাদেশের অর্থনীতি আজও অনুন্নত রয়ে গেছে। ফলে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা দেশ হিসেবে বিবেচিত হয়। তবে আশার কথা বাংলাদেশের অর্থনীতি দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য

বাংলাদেশের অর্থনীতির কতিপয় বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো।

ক. কৃষিনির্ভর অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। দেশের মোট জনসংখ্যা প্রায় ৭৭ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। মোট জিডিপি কৃষির অবদান ব্যাপক। অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ১৪.৭৯ শতাংশ। তাই বলা যায় যে, বাংলাদেশের অর্থনীতি একান্তই কৃষির ওপর নির্ভরশীল

খ. শিল্পে অনগ্রসরতা

বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ হওয়া সত্ত্বেও নানা সমস্যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পক্ষেত্রে অনগ্রসরতা পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অদক্ষ পুঁজি বাজার কাঠামো, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের অভাব, উদ্যোক্তাদের নৈতিকতা ও শিল্প বান্ধব পরিবেশের অভাবে বহু সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ শিল্প খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের অবদান ৩২.৪৮ ভাগ মাত্র। তবে বর্তমানে নানা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার দেশে রপ্তানিমুখী নানা শিল্পকারখানা গড়ে উঠছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

গ. মানব সম্পদ রপ্তানি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অর্থনীতিতে মানব সম্পদ রপ্তানি নতুন মাত্রা যোগ করেছে। দেশের কর্মক্ষম জনগণের একটি বড় অংশ বিদেশের শ্রম বাজারে যুক্ত হচ্ছে। এ খাতে বাংলাদেশ বিগত দিনগুলোতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ রেমিটেন্স খাতে ১৪,৯৩১ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে সক্ষম হয়েছে। ফলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।

ঘ. জনসংখ্যা ও বেকারত্ব

বিপুল জনসংখ্যার দেশ বাংলাদেশ। মাত্র ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার আয়তনের এদেশে প্রায় ১৬ কোটি মানুষ রয়েছে। বিপুল জনসংখ্যার চাপে সরকারকে দেশের খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী রক্ষা করা, অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখাসহ বহুমুখী কার্যক্রম নিশ্চিত করতে হচ্ছে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তার মধ্যে নিম্ন জীবনযাত্রার মান, প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, নিরক্ষরতা, খাদ্য ঘাটতি, অনুন্নত অবকাঠামো এবং বিদেশি সাহায্য নির্ভরশীলতা ইত্যাদি অন্যতম।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের অর্থনীতিতে নানা সমস্যা বিরাজমান। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার বর্তমানে ভিশন ২০২১ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x