হিসাবের গুরুত্ব কি কি

হিসাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আলোচনা কর

কারবার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হিসাবের গুরত্ব অপরিসীম। নিচে হিসাবের উদ্দেশ্য, সুবিধা ও গুরুত্ব আলোচনা করা হলো।

১. স্থায়ী রেকর্ড : হিসাব সত্যের মাধ্যমে লেনদেনসমূহ সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে রেকর্ড করা হয়।

২. দ্বৈতসত্তা : ফেনদেনের দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণের ফলে হিসাব কার্যক্রম সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয়।

৩. লাভক্ষতি নির্ণয় : সঠিক হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের প্ৰকৃত লাভ-ক্ষতি নির্ণয় করা যায়।

৪. আর্থিক অবস্থা : সঠিক ও সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে সঠিক আর্থিক অবস্থা জানা যায়।

৫. প্রামাণ্য দলিল : ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি নিরসনের জন্য প্রামাণ্য দলিল সংরক্ষণ করা ও হিসাবের একটি সুবিধা।

৬. জালিয়াতি রোধ : সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষপের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের জালিয়াতি রোধ করা সম্ভব।

৭. ব্যয় নিয়ন্ত্রণ : সুষ্ঠু হিসাবরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যায় নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানকে সফলতার দিকে নিয়ে যেতে পারে।

৮. গাণিতিক শুদ্ধতা : সুষ্ঠুভাবে হিসাবরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়।

৯. তুলনামূলক বিশ্লেষণ : সুষ্ঠু হিসাবরক্ষণের মাধ্যমে বিগত সনের সাথে চলতি সনের লেনদেনের তুলনামূলক বিশ্লেষণ করা যায়।

১০. নগদ তহবিল : শুধুমাত্র সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে সব সময় নগদ অর্থের পরিমাণ জানা যায়। এতে করে নগদ তহবিল তদরূপের সম্ভাবনাও হ্রাস পায়।

Similar Posts