আয় বিবরণী কি

আয় বিবরণী কি

একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য এবং তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবসা প্রতিষ্ঠান যতগুলো বিবরণী তৈরি করে তার মধ্যে আয় বিবরণী উল্লেখযোগ্য। আয় বিবরণী হতে প্রতিষ্ঠানের কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে তা জানা যায়। প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য মুনাফার্জন করা তা আয় বিবরণীর মাধ্যমে জানা যায়। সকল মুনাফা জাতীয় আয়সমূহ যোগ করে উহাদের সমষ্টি বের করা হয়। ঐ সমষ্টি হতে সকল মুনাফা জাতীয় খরচের সমষ্টি বিয়োগ দিয়ে নিট আয় বা নিট ক্ষতি বের করা হয়।

Meigs এবং Meigs-এর মতে, “আয় বিবরণী হলো একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের আয়ের সাথে সংশ্লিষ্ট খরচের সমন্বয়ের মাধ্যমে কার্যাবলির ফলাফল প্রদর্শনকারী একটি আর্থিক বিবরণী এটি নিট আয় বা নিট ক্ষতি প্রদর্শন করে।

আয় বিবরণী কাকে বলে

বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন মুনাফা জাতীয় আয়ের সমষ্টি হতে বিভিন্ন প্রকার মুনাফা জাতীয় ব্যয়ের সমষ্টি বিয়োগ করে নিট আয় বা নিট ক্ষতি দেখানো হয়, তাকে আয় বিবরণী বলে।

Similar Posts