অভাব পূরণ করতে কেন নির্বাচনসংক্রান্ত সমস্যায় পড়তে হয়
অভাব পূরণ করতে কেন নির্বাচনসংক্রান্ত সমস্যায় পড়তে হয়
ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পুরণ করাকে বলা হয় অভাবের নির্বাচন। ভোক্তার সীমিত অর্থ বা সম্পদের কারণে তাকে নির্ধারণ করতে হয়, অনেক অভাবের মধ্যে কোন অভাবগুলো আগে এবং কেনগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে। গুরুত্ব অনুযায়ী অভাবের বাছাই বা অগ্রাধিকার নির্ণয় ব্যক্তি ও সমাজভেদে ভিন্নতর হতে পারে। সম্পনের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচন সমস্যাটি উদ্ভূত হয়। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সেই সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়।