ডুয়োপলি বাজার কি | ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি
ডুয়োপলি বাজার কি
Duo এবং Poly শব্দ দু’টির সংযুক্ত রূপ হচ্ছে Duopoly. Duo শব্দের অর্থ দু’জন এবং Poly শব্দের অর্থ বিক্রেতা। সুতরাং, ডুয়োপলি (Duopoly) বলতে আমরা এমন বাজার ব্যবস্থাকে বুঝি যেখানে মাত্র দু’জন উৎপাদনকারী সমস্ত উৎপাদিত দ্রব্য বাজারে যোগান দেয়।
অলিগোপলি বাজারের limitation বা সীমায়িত রূপই হচ্ছে ডুয়োপলি বাজার। ডুয়োপলির ক্ষেত্রে সীমায়িত যান হচ্ছে দুই। সুতরাং বলা যায়, যে অলিগোপলি বাজার ব্যবস্থায় কেবল দু’টি ফার্ম বা বিক্রেতা সমস্ত দ্রব্য বাজারকে নিয়ন্ত্রণ করে সেই ওলিগোপলি বাজার ব্যবস্থাই ডুয়োপলি বাজার ব্যবস্থা। ডুয়োপলি বাজার ব্যবস্থায় ফার্ম বা বিক্রেতা প্রতিষ্ঠান দু’টি সর্বদাই মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। তবে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে ফার্ম দু’টির মধ্যে কোন চুক্তি থাকে না বলে প্রত্যেকে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে।
ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্য (Characteristics of Duopoly Market)
ডুয়োপলি বাজারব্যবস্থা কতকগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। নিম্নে ডুয়োপলি বাজারব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর বর্ণনা দেওয়া হল।
- ১. ডুয়োপলি বাজার ব্যবস্থায় কেবল দু’জন বিক্রেতা বা দু’টি ফার্ম উপস্থিত থাকে।
- ২. এই বাজার ব্যবস্থার এক বিক্রেতার সাথে অপর বিক্রেতার তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান।
- ৩. ডুয়োপলি বাজার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিক্রেতাদ্বয় পরস্পর নির্ভরশীল।
- ৪. এই বাজার ব্যবস্থায় চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির হয়ে থাকে।
- ৫. এই বাজার ব্যবস্থায় সমজাতীয় উৎপাদন বিরাজমান থাকে।
সাধারণত উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ ডুয়োপলি বাজার ব্যবস্থায় লক্ষ্য করা যায়। এসব বৈশিষ্ট্যের অধিকাংশ কোন বাজারে যদি বিদ্যমান থাকে তবে তাকে আমরা ডুয়োপলি বাজার বলে চিহ্নিত করতে পারি।