লাইসোজোম কি এবং কাকে বলে | লাইসোজোম এর কাজ কি কি
লাইসোজোম (Lysosome) কি এবং কাকে বলে
কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ইউনিট পর্দাবেষ্টিত অতি ক্ষুদ্র অঙ্গ যা কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে তাকে লাইসোজোম বলে।
লাইসোজোম এর চিত্র |
১৯৫৫ সালে দুর্ভে ও তার সহযোগীর এই কোষ অঙ্গাণুর নামকরণ করেন। লোহিত রক্ত কণিকা ব্যতীত সকল প্রাণীকোষে লাইসোজোম দেখা যায়। এগুলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়।
ভৌত গঠন (Physical structure)
লাইসোজোম ক্ষুদ্র গোলাকার থলিকার মত অঙ্গাণু। এদের ব্যাস ০.২ ০.৫nm। এরা দ্বিস্তরী ইউনিট পর্দা দ্বারা গঠিত হয়। এদের গহ্বর ঘন তরলে পূর্ণ থাকে।
রাসায়নিক গঠন (Chemical composition)
লাইসোজোমের আবরণে প্রোটিন, লিপিড ও অল্প পরিমাণে শর্করা থাকে। এর অভ্যন্তরে ৫০টিরও বেশি হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এগুলির মধ্যে পার অক্সিডেজ, এসিড ফসফাটেজ, ডি অক্সিরাইবো নিউক্লিয়েজ, রাইবো নিউক্লিয়েজ, গ্লুকোসাইডেজ, কোলাজিনেজ, গ্লুকোসাইডেজ ইত্যাদি উল্লেখযোগ্য।
লাইসোজোমের কাজ (Function of lysosome)
- ১. ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতে শ্বেত কণিকাকে সাহায্য করে।
- ২. খাদ্য কণার আন্তঃকোষীয় পরিপাক করে।
- ৩. জীবদেহের অকেজো কোষ ধ্বংস করে।
- ৪.সংক্রামক ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করে।
- ৫. কেরোটিন প্রস্তুতে অংশগ্রহণ করে।
- ৬. কোষের বাইরে এনজাইম ত্যাগ করে প্রয়োজনে কোষের বিগলন ঘটায়।