রাইবোজোম কি এবং রাইবোজোম কাকে বলে | রাইবোজোম এর চিত্র ও কাজ বর্ণনা কর
রাইবোজোম (Ribosome) কি এবং কাকে বলে
কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয় পর্দার সাথে সংযুক্ত যেসব ক্ষুদ্র গোলাকার দানা মত অঙ্গাণুগুলিকে রাইবোজোম বলে। G.E. Palade ১৯৫৫ খ্রিস্টাব্দে- ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের সাইটোপ্লাজমে রাইবোজোমের উপস্থিতি সনাক্ত করে রাইবোজোমের RNA অংশ নিউক্লিওলাস ও ক্রোমোজোম থেকে ও প্রোটিন অংশ সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হয়।
রাইবোজোম এর চিত্র |
ভৌত গঠন (Physical structure)
রাইবোজোম সাধারণত ডিম্বাকার বা গোলাকার হয়ে থাকে। এদের ব্যাস ১৫-২০ nm ৷ কোন কোন ক্ষেত্রে দুই এর অধিক রাইবোজোম mRNA দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করে।
রাসায়নিক গঠন (Chemical composition)
রাইবোজোম মূলত RNA ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। রাইবোজোম বিশ্লেষণে দেখা যায় এতে mRNA, TRNA, প্রোটিন, লিপিড, ধাতব, আয়ন। (Mg++, Ca++) বিদ্যমান। প্রকৃত কোষের রাইবোজোমে ৭০-৮০টি প্রোটিন থাকে।
রাইবোজোমের কাজ (Function of ribosome)
- ১. রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ ঘটে।
- ২. রাইবোজোমে সাইটোক্রোম উৎপাদন করে যা কোষীয় শ্বসনে ইলেক্ট্রন পরিবহন করে।
- ৩. রাইবোজোম mRNA নিউক্লিয়েজ এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করে।
- ৪. গ্লুকোজ ফসফোরাইলেশন রাইবোজোমকে সংঘটিত হয়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “রাইবোজোম কি এবং রাইবোজোম কাকে বলে | রাইবোজোম এর চিত্র ও কাজ বর্ণনা কর” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।