দোকান থেকে উদ্ধার ১৪ লিটার সয়াবিন , জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে এক ব‍্যবসায়ীর দোকানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা পুরোনো দামের ১৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অবৈধ তেল মজুদের দায়ে  সেই ব্যাবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ মে) দুপুর দেড়টায় নগরীর মেছুয়া বাজারের মেসার্স নগেন্দ্র পালের দোকানে এ অভিযান চালানো হয়।

ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দোকানে পুরোনো দামের সয়াবিন তেল মুজদ করে লুকিয়ে রাখা হয়েছিল। পরে দোকানের পেছনে মজুদ রাখা অবস্থায় এই তেল উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ‍্যমে এই ব‍্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, বাজারে তেলের সংকট থাকলেও ঈদের আগে কেনা পুরোনো দামের তেল এখনো মজুদ রয়েছে। তাই বর্তমানে সেই তেল উচ্চমূল্যে বিক্রি অপরাধ। পরে জব্দকৃত ১৪ লিটার তেল উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *