ইন্টারনেট অনুচ্ছেদ
1991 সালে ইন্টারনেট ব্যাপক ব্যবহার শুরু হলেও এর প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে । বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট হল যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম । তথ্য আদান-প্রদান সংবাদ পড়া সামাজিক যোগাযোগ , পড়াশোনা , গবেষণা টেলিভিশন দেখা রেডিও ব্যাংকিং সেবা টিকিট সংগ্রহ চাকরির আবেদন ইত্যাদি সহ নানা কাজে ইন্টারনেট মানুষ ব্যবহার করেছে । বর্তমান বিশ্বে ইন্টারনেটে একটি বহুল আলোচিত গতিশীল মাধ্যম । এটিকে আন্তর্জাতিক নেটওয়ার্ক কার্যক্রম সম্পর্ক স্থাপন করেছে । এটা কম্পিউটারের সাহায্যে পরিচালিত হয় । ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে চোখের পলকে সারা বিশ্বে সংবাদ ও মতামত আমাদের নিকট এসে পৌঁছে । ইন্টারনেটে সংবাদ পরিক্রমা বিধান সংবলিত নির্দিষ্টাবলি মাধ্যমে আমরা খুব সহজেই দ্রুত বিষের যে কোন দেশে সংবাদপত্র সমূহ পড়তে পারি । সফটওয়্যার মাধ্যমে আমাদের দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে সাহায্য করে । ফাইল আদান প্রধান সংক্রান্ত থাকার কারণে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আধান প্রদান করতে পারি । ইন্টারনেটে গল্প করা সংক্রান্ত নির্দেশাবলী থাকায় আমরা যেকোন স্থানে বসে আমাদের প্রিয়জনের সাথে গল্প করতে পারি । আমরা আমাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজ গুলো থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, ব্যাংক বীমা অফিসের কাজকর্ম গবেষণা প্রযুক্তি শিক্ষা সংক্রান্ত প্রায় সকল কাজে ইন্টারনেটের মাধ্যমে সমাধান করতে পারি । বাংলাদেশের প্রত্যেকটি জেলা ইতিমধ্যে ইন্টারনেটের কর্মসূচির আওতায় এসে গেছে । অদূর ভবিষ্যতে ইন্টারনেটের সুবিধা বিশ্বের বেশিরভাগ মানুষের নিকট পৌঁছে এবং মানুষের জীবন আরো সুখময় ও সমৃদ্ধ হবে । পুরো দুনিয়া এখন ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে জালের মত ।