মোটরসাইকেল কিনতে নিজ প্রেমিকাকে অপহরণ টাকার দাবি

মোটরসাইকেল কিনতে নিজের প্রেমিকাকে অপহরণ করে ৩ লাখ টাকা দাবি করেছেন সাদমান নামের প্রেমিক। শেষপর্যন্ত তাকে গ্রেফতার হতে হয়েছে পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দেশের রাজধানী ঢাকাতে। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফ উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শখের মোটরসাইকেল কিনতে এবং কিছ ধারের টাকা পরিশোধ করতেই সাদমানসহ তিন বন্ধ্র এই কাজটি করেন। সাদমান গ্রেফতারের পরে নিজের দোষ স্বীকার করে সহযোগী দুই বন্ধুর নাম পরিচয় বলেছে। কিন্তু তারা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদমান জানান, তিনি ‘এ’ লেবেল পর্যন্ত পড়ালেখা করেছেন। খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তিনি পড়ালেখা ছেড়ে দেন। একপর্যায়ে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। বন্ধুদের প্ররোচনাতেই তিনি অপহরণের ঘটনা ঘটিয়েছেন। মেয়েটির বাবাকে ফোন করে সাদমান বলেছিলেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। দাবি অনুযায়ী টাকা দিলে তার মেয়েকে জীবিত ফেরত দেওয়ার হবে। টাকা না দিয়ে পুলিশকে জানালে মেয়েকে মেরে ফেলা হবে।

জানা গেছে, গত ২৭ মার্চ রাজধানীর মুগদা এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন মেয়েটিকে ফোন করে দেখা করতে বলেছিলেন সাদমান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে মেয়েটি রাজধানীর উত্তরার বাসা থেকে বেরিয়ে তার কথিত প্রেমিক সাদমানের সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সাদমান কৌশলে মেয়েটিকে রাজধানীর মুগদা কাঠেরপুল এলাকার একটি বাসায় নিয়ে জিম্মি করেন। পরে মেয়েটির মোবাইল নম্বর থেকে তার বাবাকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাদমান।

ঘটনার পরদিন ২৮ মার্চ মেয়েটির মামা বাদী হয়ে মুগদা থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার দিনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মুগদার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণকারী সাদমানকেও গ্রেফতার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *