Kache Dako Joto Tumi | কাছে ডাকো যতো তুমি | Abu Ubayda | গান লিরিক

Kache Dako Joto Tumi | কাছে ডাকো যতো তুমি | Abu Ubayda | রোমান্টিক গান লিরিক

Kache Dako Joto Tumi | কাছে ডাকো যতো তুমি  গানের লিরিক

কাছে ডাকো যত তুমি

ফুল ফুটে মরশুমি,

মনেতে হাওয়া লাগে প্রেমের,

খুনসুটি কিছু মায়া

ধুপকাঠি আলো ছায়া

চিঠি ওড়ে মনো খামের।

আবছায়া নীলে

তুই কাছে এলে

জমে ওঠে কথাদের দল।

তোর দূরে যাওয়া

লাগে বিরহি হাওয়া

আমি শুধু হয়ে যাই অচল ||

দুজনেই জানি

হই অভিমানি

ঠিকই থাকে ভালোবাসা।

তবুও কাঁদি

কখনো যদি

থেমে যায় যাওয়া আসা।

ক্ষয়ে চাই তত

অভিমানে যত

ডুবে যাস্ নীরবে অতল।

তোর চেয়ে থাকা

মৃদু হাসি ডাকা

খুলে দেয় মায়ার দুয়ার

প্রণয়ের ফুলে

শুভ্র আঁচলে

মুছে যায় মনের আঁধার।

কুয়াশায় একা

না পেয়ে তোর দেখা

ঝরে যদি দু’চোখের জল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *