মহানবী সাঃ এর স্ত্রীদের নাম
মহানবী সাঃ এর স্ত্রীদের নাম
একজন মুসলিম হিসাবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের মহানবী সাঃ এর স্ত্রীদের নাম জানা অত্যন্ত জরুরি কিন্তু আমরা অনেকেই মহানবী সাঃ এর স্ত্রীদের নামজানিনা এমনকি তার কয়জন স্ত্রী ছিল সেই সম্পর্কেও আমাদের অনেকের ধারণা নেই।
আপনি যদি মহানবী সাঃ এর স্ত্রীদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় জানতে চান তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আজকে আমরা জানার চেষ্টা করব মহানবী সাঃ এর স্ত্রীদের নাম ও সংক্ষিপ্ত পরিচয়।
প্রথমেই বলে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সাধারণ কোন মহিলা নন তারা প্রত্যেকেই আল্লাহ তা’আলা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্বাচিত সম্মানিত নারী এবং তাদেরকে সকল মুমিনিনদের মা আখ্যায়িত করা হয়েছে তাদের উপাধি দেওয়া হয়েছে উম্মুল মুমিনীন অর্থাৎ সকল মুমিনদের মা। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে আল্লাহ তা’আলা বলেন ।
اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِهِمۡ وَ اَزۡوَاجُهٗۤ اُمَّهٰتُهُمۡ
নবী মু’মিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা। (সূরা আহযাব আয়াত নং ৬)
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে বলেছেন
یٰنِسَآءَ النَّبِیِّ لَسۡتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ
হে নবী-পত্মিগণ! তোমরা অন্য নারীদের মত নও।
(সূরা আহযাব আয়াত নাম্বার ৩২)
তাহলে আসুন আমরা এই সম্মানিত মহীয়সী উম্মুল মু’মিনীন
এবার মহানবী সাঃ এর স্ত্রীদের নাম নাম ও সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই।
১. উম্মুল মুমিনীন খাদিজা বিনতে খোয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ।
জন্ম: ৫৫৫ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫। বিবাহ সন: ৫৯৫ খ্রিষ্টাব্দ।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসুল দ্বিতীয় বিয়ে করেননি।
মৃত্যুসন: ৬২০ খ্রিষ্টাব্দের এপ্রিল/মে মোতাবেক নবুওয়াতের দশম বর্ষের রমজান মাসের ১০ তারিখ।
দাফন: মক্কার ‘হাজুনে’; মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
২. উম্মুল মুমিনীন সওদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা।
- এক নজরে
- জন্ম: ৫৭০ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় সাওদা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৫০ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫০।
বিবাহ সন: ৬২০ খ্রিষ্টাব্দ মোতাবেক নবুওয়াতের দশম বর্ষের রমজান মাসের শেষের দিকে।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ১৩ বছর।
মৃত্যুসন: হিজরি ১৯/২০/২২ সনে ।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২/৭৩/৭৫ বছর।
৩. উম্মুল মুমিনীন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৬১২/৬১৩ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৬ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫০।
বিবাহ সন: ৬২০ খ্রিষ্টাব্দ।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ১০ বছর। (৯ বছর
বয়সে স্বামীগৃহে আগমনের পর)
মৃত্যুসন: ১৩ জুন ৬৭৮ খ্রিষ্টাব্দ মোতাবেক ৫৭/৫৮ হিজরি সনের
রমজান মাসের ১৭ তারিখ ।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩/৬৪ বছর।
৪. উম্মুল মুমিনীন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৬০৫ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় হাফসা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ২২ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৫।
বিবাহ: ৬২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি/ফেব্রুয়ারি মাস মোতাবেক তৃতীয় হিজরির শাবান মাস ।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে দাম্পত্যকাল ৮ বছর।
মৃত্যু: ৬৬৫ খ্রিষ্টাব্দের অক্টোবর/নভেম্বর মোতাবেক ৪১/৪২/৪৫ হিজরি ।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল
৫৯/৬০ বছর ।
৫. উম্মুল মুমিনের জয়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৫৯৫ খ্রিষ্টাব্দ।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ২/৩ মাস
মৃত্যু: তৃতীয় হিজরির রবিউল আউয়াল/রবিউস সানি ।
বিয়ে: বিয়ের সময় জয়নব রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৩০ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৫।
বিবাহ: তৃতীয় হিজরির জিলহজ/জিলকদ মাস ।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল৩০ বছর।
৬. উম্মুল মুমিনীন উম্মে সালামা বিনতে উমাইয়া রাদি আল্লাহু আনহা।
জন্ম: ৫৯৬ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ২৬/২৯ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৬।
বিবাহ: চতুর্থ হিজরির শাওয়াল মাস।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৭ বছর।
মৃত্যু: ৬০/৬৩/৬৪ হিজরি।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০/৮৪ বছর।
৭. উম্মুল মুমিনীন জয়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু আনহা।
জন্ম : ৫৯০ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় জয়নব রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৩৬/৩৭ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৭। বিবাহ: ২৭ মার্চ ৬২৭ খ্রিষ্টাব্দ মোতাবেক পঞ্চম হিজরির শুরুর দিকে। দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৬ বছর।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১/৫৩ বছর।
মৃত্যু: ৬৪১ খ্রিষ্টাব্দ মোতাবেক ২০ হিজরি।
৮. উম্মুল মুমিনীন জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৬০৮ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ২০ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৭/৫৮। বিবাহ: ৬২৮ খ্রিষ্টাব্দ মোতাবেক পঞ্চম হিজরির শাবান মাস।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৬ বছর।
মৃত্যু: ৫০/৫৬ হিজরি।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫/৭১ বছর।
৯. উম্মুল মোমেনীন উম্মে হাবিবা বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৫৯৪ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৩৬/৩৭ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৮।
বিবাহ: ৬২৮ খ্রিষ্টাব্দ মোতাবেক সপ্তম হিজরির মুহাররম মাস।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৪ বছর। মৃত্যু: ৬৬৪/৬৬৫ খ্রিষ্টাব্দ মোতাবেক ৪৪/৪৫ হিজরি।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০/৭২ বছর।
১০. উম্মুল মুমিনীন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৬১০ খ্রিষ্টাব্দ।
বিয়ে: বিয়ের সময় সাফিয়্যা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ১৭/১৮ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৮/৫৯। বিবাহ: ৬২৮ খ্রিষ্টাব্দ মোতাবেক সপ্তম হিজরির সফর মাস।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৪ বছর। মৃত্যু: ৬৭০/৬৭২ খ্রিষ্টাব্দ মোতাবেক ৫০/৫২ হিজরি।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
১১. উম্মুল মুমিনীন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: ৫৯৪ খ্রিষ্টাব্দ ।
বিয়ে: বিয়ের সময় মায়মুনা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৩৬ এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৯।
বিবাহ: ৬২৯ খ্রিষ্টাব্দ মোতাবেক সপ্তম হিজরির জিলকদ মাস ।
দাম্পত্যজীবন: রাসুলের সাথে তাঁর দাম্পত্যকাল ৩ বছর।
মৃত্যু: ৫১ হিজরি ।
দাফন: মক্কার নিকটবর্তী সারাফে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০/৮১ বছর।
১২. উম্মুল মুমিনীন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: অজ্ঞাত।
বিয়ে: মদিনায় আগমনের সময় মারিয়া রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ১৮/২০ (সুনির্দিষ্ট নয়) এবং রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৭।
অবস্থান: রাসুলের সাথে তাঁর অবস্থানকালীন সময় ৫ বছর। মৃত্যু: ৬৩৭ খ্রিষ্টাব্দ মোতাবেক ১৬ হিজরি সনের মুহররম মাস।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে।
১৩. উম্মুল মুমিনীন রায়হানা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহা।
জন্ম: অজ্ঞাত।
বিয়ে: রাসুলের অবস্থানে আগমনের সময় রায়হানা রাদিয়াল্লাহু আনহার বয়স জানা যায় না। রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের বয়স ছিল ৫৬।
অবস্থান: রাসুলের সাথে তাঁর অবস্থানকালীন সময় ৪ বছর।
মৃত্যু: ১০ হিজরিতে রাসুলের বিদায় হজের পর।
দাফন: মদিনার জান্নাতুল বাকিতে ।