তাওহিদের গুরুত্ব ব্যাখ্যা কর।
তাওহিদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাওহিদে বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইমান তথা ইসলামে প্রবেশ করে। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য দুনিয়াতে যত নবি-রাসুল এসেছেন তাঁরা সবাই মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেছেন। তাওহিদের ওপর অভিন্ন বিশ্বাস ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যের বোধ এনে দেয়। এভাবে তাওহিদে বিশ্বাস মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে সুখ-শান্তি ও সফলতা দান করে।