বৃষ্টির কারণে থমকে গেছে এ আর রহমানের কনসার্ট
রাজধানী জুড়ে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে। প্রতিকূল আবহাওয়ার কারণে থমকে আছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্ট। বৃষ্টি থেমে গেলেই মঞ্চে আসবেন অস্কারজয়ী সুরকার এ আর রাহমান।
অন্যদিকে মাঠে থাকা দর্শকরা হুট করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন। বিভিন্নভাবে তারা বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ কেউ তো চেয়ার উল্টো করে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন।
স্টেজের লাইটগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ক্যাটাগরিতে টিকিটের মূল্য সবচেয়ে বেশি। গোল্ডেন টিকিটের মূল্য ১০ হাজার টাকা এবং প্লাটিনাম টিকিটের মূল্য ৫ হাজার টাকা। তবে ১ হাজার টাকা মূল্যের টিকিট কেনা দশনার্থীরা গ্যালারিতে থাকায় তাদের বৃষ্টি স্পর্শ করেনি।