লাইনে দাঁড়িয়ে টিকিটি কাটতে বলায় ছাত্রলীগ নেতার হাতে স্টেশন মাস্টার লাঞ্চিত

লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন রেলওয়ের ঠাকুরগাঁও রোডের স্টেশন মাস্টার আখতারুল ইসলামসহ বেশ কয়েকজন। শুক্রবার (২৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংক্রান্ত সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মাঝে মাঝেই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার ফোনে কিংবা সশরীরে এসে টিকিট চান। গত দুদিন আগে সহকারী স্টেশন মাস্টার অনুপের কাছে টিকিট চেয়েছিলেন তিনি। এ সময় অনুপ তাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে বলেন। এতে ক্ষিপ্ত হন হিমুন সরকার। এর জের ধরে শুক্রবার রাত ৮টার পর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সহকারী স্টেশন মাস্টারকে খোঁজাখুঁজি করেন।’

আখতারুল ইসলাম আরও বলেন, ‘এ সময় অনুপ না থাকায় আমি নিজেই টিকিট বিক্রির কাজ করছিলাম। তাকে না পেয়ে লাইন ছাড়াই ছাত্রলীগের ছেলেদের কেন টিকিট দেওয়া হবে না? তা জানতে চান হিমুন সরকার। এ নিয়ে তার সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে। পরে লোকজনের উপস্থিতি বাড়লে তারা সবাই ঘটনাস্থল ত্যাগ করে।’

এদিকে অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, ‘বিষয়টি তুচ্ছ। এ ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। যাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *