প্রতি ঘণ্টায় ৫০ ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে

রাজধানীতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ডাইরিয়া আক্রান্তের সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিঘণ্টায় ৫০ জন করে রোগী ভর্তি হচ্ছেন বিশেষায়িত হাসপাতাল আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ) -তে। রোগীর চাপে তাবু টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটির প্রতিষ্ঠার ৬০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রোগীর চাপ বলে মনে করছেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে হাসপাতালের প্রধান বাহারুল আলম জানান, ভর্তি হওয়া রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক ৫০০ এর মতো রোগী এসেছে। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগী বেড়ে হয়েছে ৬০০। ১৭ মার্চ থেকে প্রতিদিন এক হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে। ২১ মার্চ রোগী ভর্তি হয়েছিল ১ হাজার ২১৬ জন। ওই দিন ঘণ্টায় ৫০ জন রোগী হাসপাতালে এসেছেন বলে জানান তারা। ২১ মার্চ রাত ১২টার পর থেকে ২২ মার্চ বিকেল পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছিল ৮৭৫ জন। গতকাল ঘণ্টায় ৫১ জন করে রোগী ভর্তি হয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *