রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২১। Radhuni Kirtimoti 2021

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা কিঃ

প্রতিদিনের জীবন-প্রয়াসে সমানতালে এগিয়ে যাওয়া কিছু নারী শ্রম, মেধা ও কীর্তিতে হয়ে ওঠেন অগ্রগন্য। গত পনেরো বছরেরও বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই কীর্তিমতীদের খুঁজে বের করছে ‘রাঁধুনী’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে প্রতিবছর তাদের অবদানকে সম্মানিত করছে বিশেষ ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’ প্রদানের মাধ্যমে। সারাদেশ থেকে চার (০৪) টি ক্ষেত্রের চার (০৪) জন সফল নারীকে খুঁজে বের করে তাদের অর্জিত সাফল্য এবং তার পেছনকার কর্মপ্রয়াসকে সম্মাননা জানানোর এই ক্ষেত্রগুলো হচ্ছে— সাংবাদিকতা (কীর্তিমতী সাংবাদিক), ব্যবসায় উদ্যোগ (কীর্তিমতী উদ্যোক্তা), সমাজ উন্নয়ন (কীর্তিমতী হিতৈষী) এবং ক্রীড়া (কীর্তিমতী ক্রীড়াবিদ)। কীর্তিমতী সম্মাননার আয়োজনগুলো প্রচারিত হয়েছে দেশের প্রথমসারির টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে। কীর্তিমতী সম্মাননার পূর্ববর্তী আয়োজন এবং সম্মাননাপ্রাপ্ত কীর্তিমতীদের সম্পর্কে জানতে ইউটিউব লিংকগুলো ক্লিক করার অনুরোধ রইলো।

উত্তরোত্তর নারীদের সংগ্রামে, সফলতায় অভিবাদন জানিয়ে আরো বেশি করে নারীর জীবন-বাস্তবতার পাশে থাকতে এ বছরও শুরু হচ্ছে কীর্তিমতীদের খোঁজার অভিযান— রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২১। আর এবারের প্রয়াসে ‘রাঁধুনী’ পাশে চায় আপনাকেও। আমরা বিশ্বাস করি, অদম্য কীর্তিতে এগিয়ে থাকা নারীদের আপনিও চেনেন। আশেপাশে আপনার পরিচিত গণ্ডিতেও আছেন মানবকল্যাণ, ক্রীড়াক্ষেত্র, সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অসামান্য অবদান রাখা নারীরা। তাদের কথাই লিখে জানান আমাদের। আপনার এই ছোট্ট উদ্যোগেই তাদের কথা জানবে সারাদেশের মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়বে তাদের প্রেরণাদায়ী কীর্তির গল্প। একইসাথে ছড়িয়ে পড়বে আপনার অঞ্চলের সুনাম। পাশাপাশি আপনার জানানো কীর্তিমতীর কর্মের প্রেরণায় দেশজুড়ে জন্ম নেবে আরো অসংখ্য কীর্তিময় প্রয়াস।

কীর্তিমতীর তথ্য জানাতে আপনার মূল্যবান সময় ও স্বদিচ্ছাকে আমাদের আগাম ধন্যবাদ ও অভিবাদন।

 

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২১ এর বিজয়ীরা হচ্ছেঃ

১. নিলুফা ইয়াসমিন

কীর্তিমতী উদ্যোক্তা ২০২১

বস্ত্রব্যবসার মাধ্যমে নিজের পাশাপাশি অনেক নারীর কর্মসংস্থান তৈরি ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রেখে কীর্তিমতী উদ্যোক্তা ২০২১ হয়েছেন রাজশাহীর নিলুফা ইয়াসমিন।

 

২. তাসমিনা আক্তার

কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২১

অগণিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় জয়ী অদম্য মনোবলের তুখোড় ঘোড়সওয়ার নওগাঁর তাসমিনা আক্তার পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা ২০২১

৩. ফৌজিয়া হক বীথি

কীর্তিমতী হিতৈষী ২০২১

নিজের সীমিত সামর্থ্য নিয়েও বছরের পর বছর বগুড়ার অসংখ্য দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ফৌজিয়া হক বীথি হয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২১

৪. অমিতা সিনহা

কীর্তিমতী সাংবাদিক ২০২১

শিক্ষা, নারী নির্যাতন, অবহেলিত আদিবাসী গোষ্ঠী, রাজনীতি ও শিশু অধিকার নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সিলেটের সাংবাদিক অমিতা সিন্হা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১।

 

সূত্রঃ রাঁধুনী কীর্তিমতী অফিসিয়াল ওয়েবসাইট 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *