Blog

ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসার লাইসেন্স পেতে করণীয়!

1 min read

 

2010 শিল্প নীতি অনুযায়ী শিল্প নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন পত্র নির্দিষ্ট কার্যালয়ে জমা দিতে হয়।

তারপর দায়িত্বরত কর্মকর্তা কর্তৃক স্থান পরিদর্শন এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়,

গ্রহণযোগ্য হলে নির্ধারিত ফী সাপেক্ষে সর্বোচ্চ নয় কার্যদিবসের মধ্যে সেবা নিশ্চিত হয়ে থাকে এবং এসব সেবা জেলা কার্যালয় থেকে পাওয়া যায়।

কার্যদিবস প্রয়োজনীয় ফি

১০০ – ৩০০০ টাকা ক্ষুদ্র ও কুটির শিল্পের অনুমোদিত নিবন্ধন ফি ও নবায়ন ফি এর বিবরণ

• কুটির শিল্প নিবন্ধন ফরমের মূল্য: ৫০/=

• ক্ষুদ্র শিল্প নিবন্ধন ফরমের মূল্য: ১০০/-

• কুটির শিল্প নিবন্ধন ফি: সকল শ্রেণি ১৫০/-

• ক্ষুদ্র শিল্প নিবন্ধন ফি: সকল শ্রেণি ১. ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত-১০০০/-

শ্রেণি ২. ১০,০০,০০১/- লক্ষ টাকা হতে ২০,০০,০০০ টাকা পর্যন্ত ২০০০/-

শ্রেণি ৩. ২০,০০,০০০/- লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে ৩০০০/-

• ক্ষুদ্র শিল্প নবায়ন ফি: সকল শ্রেণি ১. ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত ১০০০/-

শ্রেণি ২. ১০,০০,০০১/- লক্ষ টাকা হতে ২০,০০,০০০ টাকা পর্যন্ত- ২০০০/-

শ্রেণি ৩. ২০,০০,০০০/- লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে ৩০০০/-

 

 
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক/জেলা শিসকে প্রধান
 
!!প্রয়োজনীয় কাগজপত্র !!

১. আবেদনপত্র ও তার ক্রয়ের রশিদ।

২. যন্ত্রপাতির তালিকা, নাম, পরিমাণ, মূল্য (লক্ষ টাকায়) (সাদা কাগজে কিংবা প্যাডে স্বাক্ষরসহ)

বৈদেশিক যন্ত্রপাতি হলে এল সি কপি, প্রফরমা ইনভয়েস কপি ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত।

৩. জমি/দালানকোঠার মালিকানা/ভাড়ার উপযুক্ত প্রমাণপত্রের সত্যায়িত কপি।

৪. কারখানার হালসনের ট্রেড লাইসেন্স।

৫. উদ্যোক্তার জাতীয়তার সনদপত্র।

৬. ঋণে স্থাপিত প্রতিষ্ঠানের বেলায় ঋণ মঞ্জুরীপত্র সত্যায়িত।

৭. কোম্পানির বা নিজ নামে আপ-টু-ডেট টিন।

৮. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি- ১ কপি।

৯. প্রযোজ্য ক্ষেত্রে পরিবেশ এবং ফায়ার সনদ আপ-টু-ডেট ।

১০. প্রযোজ্য ক্ষেত্রে উৎপাদিত পণ্যের মান, গুণাগুণ ও ধরন যাচাইয়ের জন্য STI, DRUGS

BSCIR কিংবা সংশ্লিষ্ট দপ্তর হতে আপ-টু-ডেট সনদ ।

১১. লি. কোম্পানি হলে মেমোরেন্ডাম অব আর্টিকেল এবং মেমোরেন্ডাম অব এসোসিয়েশনের আপ-টু-ডেট সনদ বা অংশীদারি হলে অংশীদারি চুক্তিনামা দলিল ।

১২. কাঁচামালের বিবরণ, নাম, পরিমাণ, মূল্য (লক্ষ টাকায়) (সাদা কাগজে কিংবা প্যাডে স্বাক্ষরসহ)

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা ।

শিল্প সহায়ক কেন্দ্র প্রধান অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক অথবা পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ)

তথ্যসূত্র: ইন্টারনেট।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x